চাঁপাইনবাবগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় শিবগঞ্জে ইউপি চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য, উদ্যোক্তা, ব্যাংক এশিয়া, প্রান্তিক জনগোষ্ঠী, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের অংশগ্রহণে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত সেমিনারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, ইউপি আলোমগীর রেজা, মাহমুদুল হক হায়দারীসহঅন্যরা। সেমিনারে ভাতাভোগীদের বিভিন্ন সমস্যা ও সমধোন নিয়ে আলোকপাত করা হয়।