Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

চাঁপাইনবাবগঞ্জে সামাজিক নিরাপত্তা বিষয়ক সেমিনার

০১ মার্চ, ২০২২ ৩:৫৮ অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে সামাজিক নিরাপত্তা বিষয়ক সেমিনার
নাসিম মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় শিবগঞ্জে ইউপি চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য, উদ্যোক্তা, ব্যাংক এশিয়া, প্রান্তিক জনগোষ্ঠী, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের অংশগ্রহণে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত সেমিনারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, ইউপি আলোমগীর রেজা, মাহমুদুল হক হায়দারীসহঅন্যরা। সেমিনারে ভাতাভোগীদের বিভিন্ন সমস্যা ও সমধোন নিয়ে আলোকপাত করা হয়।

শেয়ার