নেত্রকোণার বারহাট্টায় রাব্বী মিয়া (৩০) নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ভোরে বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের উজানগাঁও গ্রাম থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। সে ওই গ্রামের মনজুরুল হকের ছেলে।
বারহাট্টা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক জানান, রাব্বী ২০১৩ সনের আটপাড়া থানার একটি দস্যুতার মামলার পলাতক আসামী। ২০২১ সালে সাক্ষ্য প্রমানে আদালত তাকে দোষী সাব্যস্ত করেন এবং ঘোষিত রায়ে আদালত তার অনুপস্থিতিতে তাকে ১১ বছরের কারাদন্ডাদেশের আদেশ দেন এবং সাজা পরোয়ানার আদেশ দেন। কিন্তু সেই থেকে সে আত্মগোপণ করে ছিল।
গোপণ সংবাদের ভিত্তিতে পুলিশ সাজা পরোয়ানা মুলে এক অভিযান চালিয়ে আজ মঙ্গলবার ভোরে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।