Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

নেত্রকোণায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

০৮ মার্চ, ২০২২ ৫:৪২ অপরাহ্ণ
নেত্রকোণায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার
নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণার বারহাট্টায় রাব্বী মিয়া (৩০) নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার ভোরে বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের উজানগাঁও গ্রাম থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে। সে ওই গ্রামের মনজুরুল হকের ছেলে।

বারহাট্টা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক জানান, রাব্বী ২০১৩ সনের আটপাড়া থানার একটি দস্যুতার মামলার পলাতক আসামী। ২০২১ সালে সাক্ষ্য প্রমানে আদালত তাকে দোষী সাব্যস্ত করেন এবং ঘোষিত রায়ে আদালত তার অনুপস্থিতিতে তাকে ১১ বছরের কারাদন্ডাদেশের আদেশ দেন এবং সাজা পরোয়ানার আদেশ দেন। কিন্তু সেই থেকে সে আত্মগোপণ করে ছিল।

গোপণ সংবাদের ভিত্তিতে পুলিশ সাজা পরোয়ানা মুলে এক অভিযান চালিয়ে আজ মঙ্গলবার ভোরে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

শেয়ার