বুধবার থেকে রংপুরে শুরু হতে যাচ্ছে ৫ দিন ব্যাপী জাতীয় পিঠা উৎসব। ৯ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত এ পিঠা উৎসব অনুষ্ঠিত হবে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠে।
মঙ্গলবার সকালে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়। বুধবার বিকেল উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ পিঠা উৎসবে ৩০ টি স্টলে প্রায় শতাধিক নানা প্রকারের পিঠার আয়োজন থাকবে। মেলা প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভাওয়াইয়া গান, গানের সাথে নৃত্য, আবৃতিসহ রংপুরের ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হবে।
এই পিঠা উৎসবে পাঁচজন সেরা পিঠা শিল্পী নির্বাচন করে সম্মাননা স্মারক প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ রংপুর বিভাগের আহবায়ক বিপ্লব প্রসাদ। এসময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম, উপস্থিত ছিলেন জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ রংপুর বিভাগের সদস্য সচিব আশরাফুল আলম আল আমিন, সদস্য মাহবুব রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাখাওয়াত রাঙা, প্রচার উপ-কমিটির আহবায়ক মনজিল মুরাদ লাভলু, সদস্য রেজাউল করিম জীবনসহ অন্যান্য নেতৃবৃন্দ।