“টেকসই আগামীর জন্য, জেন্ডারসমতাই আজ অগ্রগন্য” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় উপজেলা চত্ত¡র থেকে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে একটি বর্ণাঢ্য র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে দিবসের তাৎপর্য তুলে ধরে ভার্চুয়ালী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়াম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা খাতুন, সমাজসেবা কর্মকর্তা তৌফিকুর রহমান প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় উক্ত আলোচনা সভায় উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের প্রধানগণ উপজেলার একাধিক এনজিও প্রতিনিধিগণ সেখানে উপস্থিত ছিলেন।