নীলফামারীর সৈয়দপুরে ৪৮৪ পিস ইয়াবা জব্দসহ এক মাদক কারবারীকে নওশাদ হোসেনকে (২৮) আটক করেছে র্যাব-১৩।
মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার বিকেলে সৈয়দপুর বাঙ্গালীপুর থেকে নওশাদকে আটক করে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের একটি অভিযানিক দল।
মঙ্গলবার দুপুরে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবর পেয়ে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের একটি অভিযানিক দল সৈয়দপুর বাঙ্গালীপুরে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারী নওশাদ হোসেনকে (২৮) আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ৪৮৪ পিস ইয়াবা জব্দ করে অভিযানিক দল।
সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলে,‘আটককৃত নওশাদ হোসেন দীর্ঘ দিন থেকে চোরাই পথে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্য নিয়ে এসে সৈয়দপুরসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল।সোমবার রাতেই র্যাব বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করে জব্দকৃত ইয়াবাসহ আটককৃত নওশাদকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার পরিদর্শক (ওসি) আবুল হাসনাত খান বলেন,‘মঙ্গলবার ধৃত আসামী নওশাদকে আদালতে হাজির করা হলেও বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেয়।’