Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

যমুনার চরে বালির নিচে মুঠো মুঠো গুপ্তধন

০৮ মার্চ, ২০২২ ৬:২৫ অপরাহ্ণ
যমুনার চরে বালির নিচে মুঠো মুঠো গুপ্তধন
হাসান সিকদার, টাঙ্গাইল :

বর্ষার প্রমত্ত্বা যমুনা আগ্রাসী হয়ে যেমন গিলে খায় বসতি তেমনই শুকনো মৌসুমে ফিরিয়ে দিচ্ছে কিষাণ-কিষাণীর স্বপ্ন- এ যেন সাক্ষাত দ্বি-চারিনী। যমুনার ভাঙাগড়ার সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা মানুষগুলো চরাঞ্চলে চিনা বাদাম চাষ করে স্বাবলম্বী হচ্ছে। চলতি মৌসুমে বাদামের ফলন অনেকটা ভালো ও বাজারে দাম বেশি পাওয়ায় জেলার কৃষকরা উৎফুল্ল।

‘বাদাম’ চাষ করে আগামির স্বপ্ন বুনছে যমুনার চরাঞ্চলের কৃষকরা। যমুনার বাম তীর ঘেষা টাঙ্গাইল সদর, গোপালপুর, ভূঞাপুর, কালিহাতী, নাগরপুর ও সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে এবার প্রচুর বাদাম চাষ হয়েছে। যমুনার বুকে জেগে ওঠা ধু ধু বালুচরেও এখন সবুজের সমারোহ কিছুটা ফিঁকে হয়ে এসেছে। দিগন্তব্যাপী বাদামের সবুজপাতা হলুদ হওয়ার অপেক্ষায় রয়েছে কৃষকরা। কেউ কেউ আগাম বাদাম তুলে রোদে শুকাচ্ছেন। চাষাবাদ সহজ, বিপণনে ঝামেলাহীন ও তুলনামূলকভাবে অধিক লাভ হওয়ায় কৃষকরা কাঁচা বাদামের নাম দিয়েছেন ‘গুপ্তধন’।

বাদাম গাছ প্রায় পরিপক্ক হওয়ায় যমুনার চরে বালির নিচে হাত বাড়ালেই উঠে আসছে মুঠো মুঠো গুপ্তধন। প্রতিটি বাদাম গাছের মুঠি (উপরের অংশ) ধরে টান দিলেও উঠে আসছে থোকা থোকা সোনালী রঙের চিনা বাদাম তথা বালির নিচে লুকিয়ে থাকা গুপ্তধন।

টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে টাঙ্গাইলের ১২টি উপজেলায় দুই হাজার ২০১ হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে। এরমধ্যে যমুনার চরাঞ্চলে টাঙ্গাইল সদর উপজেলায় ৩৭৫ হেক্টর, ভূঞাপুরে এক হাজার ৭২২ হেক্টর, গোপালপুরে ২৮ হেক্টর, কালিহাতীতে ২০ হেক্টর, নাগরপুরে ৭ হেক্টর, বাসাইলে ২০ হেক্টর, ঘাটাইলে ৯ হেক্টর, সখীপুরে ৫ হেক্টর, দেলদুয়ারে ১৪ হেক্টর ও মির্জাপুর উপজেলায় ১ হেক্টর জমিতে বাদাম চাষ করা হয়েছে।

বেলে, দো-আঁশ ও এঁটেল দো-আঁশ মাটিতে তেল জাতীয় ফসল বাদামের ভালো ফলন পাওয়া যায়। তাই যমুনা তীর ঘেষা উপজেলাগুলোতে সবচেয়ে বেশি চিনা বাদাম চাষ হয়েছে। জেলা কৃষি বিভাগের মতে, চরাঞ্চলে বেশির ভাগ বারি চিনাবাদাম-৭ ও ৮ এর চাষ হয়। এছাড়া বিনা-৪ ও বিজি-২ এর ফলনও ভালো হয়ে থাকে। সূত্র মতে, বীজ বপনের ১২০ থেকে ১৫০ দিনের মধ্যে চিনাবাদাম পরিপক্ক হয়। রবি মৌসুমের শুরুতে বপন করা চিনাবাদাম এখন ঘরে তোলার মৌসুম। এখন বাদামের সবুজপাতা হলদেটে রঙ ধারণ করছে। আগাম চাষ করা চিনাবাদাম এখনই তোলার উপযুক্ত সময়।

সরেজমিনে দেখা যায়, কোথাও বাদাম তোলা হচ্ছে। আবার কোথাও বাদামের চারা পরিপক্ক হয়েছে- তোলার অপেক্ষায় রয়েছে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চরাঞ্চলের কৃষকরা বাদাম তুলছেন। পরিবারের নারী ও শিশুরাও এ কাজে সহযোগিতা করছে। বাদাম চাষিরা জানায়, বাদাম রোপণের পর অন্য ফসলের ন্যায় পরিচর্যার প্রয়োজন হয় না।

রাসায়নিক সার ব্যবহার করতে হয়না। বীজ বপন ও বাদাম উঠানোর শ্রমিক খরচ ছাড়া তেমন কোনো খরচ নেই বললেই চলে। ভূঞাপুর উপজেলার গাবসারা গ্রামের কৃষক আজমত আলী, সালেহ দেওয়ান, রশমত মন্ডল, আজগর আলীসহ অনেকেই জানান, যমুনা চরের বালিমাটি চিনা বাদাম চাষের জন্য খুবই উপযোগী। এ বছর বাদাম চাষ করে তিনি বেশ লাভবান হবেন।

বর্তমানে প্রতি মণ কাঁচা বাদাম এক হাজার ৪০০ থেকে এক হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে এবং প্রতি মণ শুকনা বাদাম বিক্রি হচ্ছে এক হাজার ৮০০ থেকে দুই হাজার ২০০ টাকায়। এবার ফলন ভালো হওয়ায় এক বিঘা জমিতে ৮-১০ মণ বাদাম পাওয়া যাচ্ছে। গত বছরের তুলনায় এ বছর বাদামের ফলনও হয়েছে। উৎপাদন খরচ বাদ দিয়ে প্রতি বিঘায় ১২ থেকে ১৫ হাজার টাকা লাভ হবে। সদর উপজেলার চরপৌলী গ্রামের কৃষক আবু তালেব প্রামাণিক জানান, তিনি ৬৬ শতাংশ জমিতে বাদাম চাষ করেছেন। ৫-৭ হাজার টাকা খরচ হয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকায় বাদামের ফলন ভালো হয়েছে। এবার তার খরচ বাদে ২৫-৩০ হাজার টাকা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাদাম গাছগুলো গো-খাদ্য ও জ্বালানি হিসেবে ব্যবহার করবেন। এতেও ৫-৭ হাজার টাকা পাওয়া যাবে।

টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউপি চেয়াম্যান মোহাম্মদ আলী জিন্নাহ জানান, কাকুয়া ইউনিয়নটি পুরোপুরি যমুনা নদীতীরে। ইউনিয়নের বেশিরভাগ এলাকা নদীগর্ভে। কিছু কিছু জায়গায় চর জেগে উঠায় নদী পাড়ের মানুষগুলো বাদাম চাষ করছে। চাষিদের উপযুক্ত প্রশিক্ষণ ও সঠিক দিকনির্দেশনা দেওয়া হলে তারা বাদাম চাষে আরও বেশি আগ্রহী হবে।

শেয়ার