রংপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা মঙ্গলবার দুপুরে পুলিশ কমিশনারের কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নগর পুলিশের প্রধান আবদুল আলীম মাহমুদের সভাপতিত্বে ফেব্রুয়ারি মাসে নগরীর ৩৩ ওয়ার্ডে সংঘটিত বিভিন্ন অপরাধ কর্মকান্ড এবং পুলিশের পদক্ষেপ নিয়ে পর্যালোচনা ও অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃংখলা রক্ষায় দিক নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও মাহনগরীর আইন-শৃঙ্খখলা রক্ষা, জননিরাপত্তা বিধানসহ ভালো কাজেস্বীকৃতি হিসেবে রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের ক্রেস্ট, সার্টিফিকেট এবং অর্থ পুরষ্কার প্রদান করা হয়।
ফেব্রুয়ারি মাসে অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় কৃতিত্বের জন্য শ্রেষ্ট এসআই হিসেবে পুরুস্কার পেয়েছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার মেহেরুল ইসলাম, শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার পেয়েছেন একই থানার মাছুম রানা, গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরুস্কার জিতেছেন এসআই আবু ছাইয়ুম তালুকদার, ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ট সার্জেন্ট হিসেবে পুরুস্কার পেয়েছেন ট্রাফিক দক্ষিণের সার্জেন্ট বায়েজীদ বোস্তামী। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনারসহ উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ নগরীর ছয়টি থানার ওসিরা।