Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্টিত

০৮ মার্চ, ২০২২ ৬:৩১ অপরাহ্ণ
রংপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্টিত
রংপুর প্রতিনিধি :

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা মঙ্গলবার দুপুরে পুলিশ কমিশনারের কার্যালয়ে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নগর পুলিশের প্রধান আবদুল আলীম মাহমুদের সভাপতিত্বে ফেব্রুয়ারি মাসে নগরীর ৩৩ ওয়ার্ডে সংঘটিত বিভিন্ন অপরাধ কর্মকান্ড এবং পুলিশের পদক্ষেপ নিয়ে পর্যালোচনা ও অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃংখলা রক্ষায় দিক নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়াও মাহনগরীর আইন-শৃঙ্খখলা রক্ষা, জননিরাপত্তা বিধানসহ ভালো কাজেস্বীকৃতি হিসেবে রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের ক্রেস্ট, সার্টিফিকেট এবং অর্থ পুরষ্কার প্রদান করা হয়।

ফেব্রুয়ারি মাসে অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় কৃতিত্বের জন্য শ্রেষ্ট এসআই হিসেবে পুরুস্কার পেয়েছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার মেহেরুল ইসলাম, শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার পেয়েছেন একই থানার মাছুম রানা, গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরুস্কার জিতেছেন এসআই আবু ছাইয়ুম তালুকদার, ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ট সার্জেন্ট হিসেবে পুরুস্কার পেয়েছেন ট্রাফিক দক্ষিণের সার্জেন্ট বায়েজীদ বোস্তামী। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনারসহ উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ নগরীর ছয়টি থানার ওসিরা।

শেয়ার