ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কালিকাপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে কাষ্টমস কর্তৃপক্ষ।
গতকাল সোমবার (৭মার্চ)সন্ধ্যা ৭টায় এসব মালামাল জব্দ করা হয়। আখাউড়া স্থল কাস্টম স্টেশনের উপ-কমিশনার আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে কাস্টম টেক্স ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ভারতীয় মালামাল স্থলবন্দর এলাকার বাইরে দিয়ে নিয়ে যাচ্ছে।পরে সেখানে অভিযান চালালে কাস্টমের উপস্থিতি টের পেয়ে তারা মালামাল ফেলে চলে যাই সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় মালগুলো জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল গুলো হলো টুপিস, ওয়ান পিস, পাঞ্জাবি, ব্রাসহ মোট ৫৬৮ পিস। অভিযানকালে আখাউড়া স্থলবন্দর কর্মকর্তা শাহ নোমান সিদ্দিকী, কাস্টম গোয়েন্দা কর্মকর্তা মোস্তাক আহমেদসহ কাস্টমের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।