আনন্দ শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভা, মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
মঙ্গলবার সকালে বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা, আলোচনা সভা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মমতাজ উদ্দিন মন্তা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক খোরশেদ আলম, স্বাধীনতা চিকিৎসা পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম গোলন্দাজ তারা, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, ময়মনসিংহ প্রেসক্লাবের সহ- সভাপতি আ স ম মঈনউদ্দিন, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বিএফইউজে’র সহ-সভাপতি মোশাররফ হোসেন, যুগ্ম-মহাসচিব অমিত রায়, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ ক্লাব সদস্য ও নানা শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
বিকেলে ‘ময়মনসিংহের উন্নয়ন ভাবনা’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। প্রেসক্লাব সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় সেমিনারে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম। আলোচনায় অংশ নেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, বিদ্যুত বিভাগের নির্বাহী প্রকৌশলী ইন্দজিৎ দেবনাথ, বিএমএ জেলা সভাপতি ডা. মতিউর রহমান, জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সিপিবর জেলা সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, চেম্বার অব কমার্সের সহসভাপতি শংকর সাহা, সুজন জেলা সম্পাদক ইয়াজদানি কোরাইশী, বিদ্যাময়ী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার, সাংবাদিক এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, ব্যবসায়ি খন্দকার শরীফ আহমদ প্রমূখ।
সেমিনারে ময়মনসিংহ বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ অংশ নেন।