রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমাদের বাংলাদেশর অর্থনীতি এতদিনে সিঙ্গাপুর মালয়েশিয়ার অর্থনীতিকেও অতিক্রম করে যেত। কিন্তু দূর্ভাগ্য আমাদের বঙ্গবন্ধুকে স্ব পরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের যে আশা আকাঙ্খা স্বপ্ন রাজাকার আল-শামসরা গুড়িয়ে দিয়েছিল।
আবার তারা সেই ষড়যন্ত্র শুরু করেছে আগুন সন্ত্রাসের মাধ্যমে। কাজেই আমাদের ভূলে গেলে চলবেনা। আমাদের সব ভেদাভেদ দ্বন্দ ভূলে গিয়ে ব্যাক্তিস্বার্থের উর্দ্ধে দেশের স্বার্থকে চিন্তা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের স্বপ্ন সোনারবাংলা গড়ে তুলি।
তিনি মঙ্গলবার পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
পঞ্চগড় সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শফিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বসে সম্মেলনের অন্যান্য কার্যক্রম পরিচালনা করবেন। সদর উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন, জেলা যুবলীগের আহবায়ক মো. শহিদুল ইসলাম, ধাক্কামারা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (একাংশের কমিটি) মাসুদ পারভেজ হিটলার, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা সরকার বাবুর নাম শোনা যাচ্ছে। তবে কিভাবে কমিটি গঠন করা হবে তা নিয়ে দ্বিতীয় অধিবেশনে সিদ্ধান্ত নেয়া হবে।