“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রদিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক সংস্থার আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা ও বাল্য বিবাহে ঝুকিপূর্ণ শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকতা বিপুল কুমার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার,আওয়ামী লীগ নেতা সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, এম জে এস কে এস এর প্রকল্প সমন্বয়কারি ইসপাতুল কবির, নারী সংস্হার নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন, উলিপুর বিশেষ সরকারি প্রাঃ বিঃ প্রধান শিক্ষক উন্মে হাবিবা পলিসহ নারী নেতৃবৃন্দ।