ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে একক প্যানেল বিনাপ্রতিদ্বন্ধিতায় জয় পেয়েছে। ৩ ক্যাটাগরিতে ২৪ পদেই একক প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান স্বাক্ষরিত কপিতে ২০২২-২০২৪ সেশনের কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে আয়নুল কবির শামীম পুনঃরায় সভাপতি হন। সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, জুনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহম্মদ পাঠান ও জাফর উদ্দিন, পরিচালক পদে চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ, তাজুল ইসলাম ভূঞা, মো: নুর আজম, মো: রাশেদুল হক, জিয়াউল আলম মিস্টার , মুশফিকুর রহমান, মুহাম্মদ নুরুল হাদী, লোকমানুর রহমান ফরাজী, খোন্দকার নজরুল ইসলাম, তোফাজ্জল হোসেন ছুট্টু, বজলুল করিম মজুমদার হারুন, বিলাস চন্দ্র সাহা, মোহাম্মদ জালাল উদ্দিন বাবলু, মজিবুর রহমান সোহেল, মোহাম্মদ হারুন উর রশিদ, সিরাজুল ইসলাম পাটোয়ারী, মোহাম্মদ মোশারফ হোসেন ভূঞা ও কামরুজ্জামান চৌধুরী।