Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

মীরসরাইয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

০৮ মার্চ, ২০২২ ৮:০৩ অপরাহ্ণ
মীরসরাইয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২
কমল পাটোয়ারী, মিরসরাই :

মীরসরাই থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭০৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৮ই মার্চ ) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিজামপুর কলেজ এলাকায় ঢাকাগামী একটি দূরপাল্লার পরিবহনের বাস থেকে তাঁদের দুইজনকে ইয়াবা সহ গ্রেফতার করা হয়।

আটককৃত ব্যক্তিদের নাম মোঃ আবুল হোসেন (২৫) এবং ইসলাম (৩৫)।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন জানান, মীরসরাই থানা এলাকা মাদক মুক্ত করতে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম এর নির্দেশনায় আমার সরাসরি তত্বাবধানে মাদক-বিরোধী অভিযানে এসআই আল আমিনের নেতৃত্বে এসআই খায়রুল হাসান, এএসআই সিরাজুল ইসলাম,এএসআই শহীদুল ইসলাম সহ সঙ্গীয় র্ফোস নিয়ে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিজামপুর কলেজ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সিডিএম পরিবহনের” একটি বাস থামিয়ে তল্লাশি করার সময় দুইজন ব্যক্তি বাস থেকে নেমে হাটা শুরু করলে পুলিশ তাদের গতিরোধ করে দেহ তল্লাশি করলে মাদক ব্যবসায়ী মোঃ আবুল হোসেন এবং ইসলাম উভয়ের কাছে থাকা ৭০৩০ পিছ ইয়াবা সহ তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানায় মীরসরাই থানা পুলিশ।

শেয়ার