দীর্ঘ ১২ বছর পর গাজীপুর শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হুমায়ুন কবির হিমু ও সাধারণ সম্পাদক এড. হারুন রশীদ ফরিদ নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলার শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশন শেষে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গ্রীন ভিউ রিসোর্টে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি নতুন নেতাদের নাম ঘোষণা করেন।
হুমায়ুন কবির হিমু সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার কথা ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধা মন্ত্রী আ. ক.ম. মোজ্জামেল হক এম.পি।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য কর্ণেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান এম.পি,আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এম.পি, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এম.পি , বাংলাদেশ আ’লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ আ’লীগ সদস্য মো. আনোয়ার হোসেন, মোঃ সাহাবুদ্দিন, মো. ইকবাল হোসেন অপু এমপি, মোহাম্মদ সাঈদ খোকন, সম্মানিত সদস্য গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য সিমিন হোসেন রিমি এম.পি প্রমুখ।
প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এমপি।