পঞ্চগড় সদর উপজেলা জাতীয় পাটির (জাপা) সাধারণ সম্পাদক ও পঞ্চগড় স্থলবন্দর আমদানি রপ্তানিকারক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী গোলাম আযম হত্যাকান্ডের ঘটনায় পুলিশ তার স্ত্রী বন্যা আক্তার (৪৭) ও ছোট ছেলে আল আর্নিফ বাঁধনকে (২১) গ্রেফতার করেছে। সোমবার গভীর রাতে পুলিশ তাদের বাসা থেকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (০৮ মার্চ) তাদের পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পঞ্চগড়ের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হুমায়ূন কবীর সরকার তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, শনিবার (৫ই মার্চ) রাত পৌনে ১২টার দিকে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে রক্তাক্ত অবস্থায় তার নিজ বাড়ির শোবার ঘরের বিছানা থেকে পুলিশ গোলাম আযমের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় গত রবিবার (৬ মার্চ) রাতে গোলাম আযমের বড় ছেলে বদিউজ্জামান লিমন বাদী হয়ে অজ্ঞাতনামা দুবৃত্তরা তাকে হত্যা করেছে মর্মে পঞ্চগড় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পঞ্চগড়ের মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ভবেশ চন্দ্র পাল বলেন, ব্যবসায়ী গোলাম আজম হত্যাকান্ডে তার স্ত্রী ও ছোট ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাদের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে আমরা ৫ দিনের রিমান্ড আবেদন করি। পরে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আশা করছি খুব শীঘ্রই হত্যাকান্ডের রহস্য উন্মোচন করতে পারবো আমরা।