Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

গোপালপুরে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দুই বখাটে কারাগারে

০৮ মার্চ, ২০২২ ৯:৪০ অপরাহ্ণ
গোপালপুরে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দুই বখাটে কারাগারে
হাসান সিকাদর, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময় প্রধান শিক্ষকসহ তিন শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় দুই বখাটেকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার উপজেলার নগদা শিমলা ইউনিয়নের মেহেরুনেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন। গ্রেফতারকৃত বখাটেরা হলেন- উপজেলার জামতৈল গ্রামের আব্দুল মজিদের ছেলে হৃদয় (১৯) ও মিজানুর রহমানের ছেলে রাব্বি (২০)। পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (৭ মার্চ) দুপুরে হৃদয় ও রাব্বী বহিরাগতদের নিয়ে ক্লাস চলাকালীন সময় বিদ্যালয়ের মাঠে ঝগড়া শুরু করে।

এ সময় সহকারি শিক্ষক সোলায়মান ও শাহনাজ পারভীন তাদের ঝগড়া করতে নিষেধ ও বিদ্যালয় ত্যাগ করতে বলেন। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে শিক্ষকদ্বয়ের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় প্রধান শিক্ষক বাঁধা দিলে বখাটেরা তাকেও লাঞ্ছিত করে ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বখাটেদের হামলায় প্রধান শিক্ষক আব্দুল বারী, সহকারি শিক্ষক সোলায়মান আহত ও লাঞ্ছিত হন সহকারি শিক্ষক শাহনাজ পারভীন। পরে শিক্ষক ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নেয়া হয়। রাতে প্রধান শিক্ষক আব্দুল বারী বাদি হয়ে ওই দুই বখাটের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

এলাকাবাসী ন্যাক্কারজনক ওই হামলার সুষ্ঠু বিচার দাবির পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। মেহেরুনেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী বলেন, করোনা কালীন বন্ধ থাকার সুযোগে মনে হয় বিদ্যালয়ে ওই বখাটেরা নিরাপদ আড্ডার স্থানে পরিনত করেছে। বিদ্যালয় খোলা জানা সত্ত্বেও তারা ছাদে ওঠে ও দুইজনে ঝগড়া করতে থাকে। এক পর্যায়ে সহকারি শিক্ষক সোলাইমান ও শাহনাজ পারভীন বিদ্যালয় ত্যাগ করতে বলেন।

এতে ক্ষুব্ধ হয়ে ওই দুই বখাটে তার উপর হামলা চালায়। এ সময় আমি এগিয়ে গেলে তারা আমার উপরও হামলা করে। এ সময় তাদের আটক করা হয়। পরে আটক ওই বখাটেদের অভিভাবকরা এসে জোড়পূর্বক তাদের ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেন। মোবাইলে ওই ভিডিও ধারণ করতে শুরু করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহনাজ পারভীন। এতে অভিভাবকসহ ওই বখাটেরা আরও ক্ষুব্ধ হয়ে সহকারি শিক্ষক শাহনাজ পারভীনকে লাঞ্ছিত করে। রাতে আমি বাদি হয়ে এবং ওই দুই বখাটেকে আসামী করে গোপালপুর থানায় মামলা করি।

এ ব্যাপারে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর ওই দুই বখাটেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার