মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্য মাগুরা শহরের কেশব মোড়ে হাতিম ফার্ণিচার মেলা শুরু হয়েছে। গতকাল এ মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
এসময় হাতিম ফার্নিচারের চেয়ারম্যান আলী আজগর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর জানান, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। ফলে মানুষ এখন তার নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি তার রুচির পরিবর্তনে ফার্ণিচার ক্রয় করতে পারছেন।
আয়োজকরা জানান, এ মেলা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। মেলা উপলক্ষ্যে পণ্য ক্রয়ে বিশেষ মূল্য ছাড় রয়েছে।