ভাগ্য ফেরাতে সূদূর মালয়েশিয়ায় গিয়েছিলেন তরুণ মইনুদ্দিন কিন্তু সবার ভাগ্যে জুটে না সুখ , চুয়াডাঙ্গা জেলা সদরের ছেলে তরুণ প্রবাসী মঈনুদ্দিনের তেমনি ঘটনা ঘটেছে, ধার দেনা করে গিয়েছিলেন দূর প্রবাসে।
জানাগেছে চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গবর গাড়া গ্রামের নুর ইসলামের ছেলে মালয়েশিয়া প্রবাসী মইনুদ্দিন হার্টের ভাল্ব নষ্ট হয়ে মালয়েশিয়া হাসপাতলে আইসিইউ তে থাকা অবস্থায় আজ বুধবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
তার মৃত্যুতে যেমন এলাকায় শোকের ছায়া তেমনি তার মঈনুদ্দিনের পরিবারে চলছে শোকের মাতম । পরিবার সুত্রে জানা গেছে নিহতের লাশ দেশে ফেরত আনার চেষ্টা করছেন তারা।