Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

রাজশাহীতে অর্ধ কোটি টাকার হেরোইনসহ আটক ৪

০৯ মার্চ, ২০২২ ১:৩৫ অপরাহ্ণ
রাজশাহীতে অর্ধ কোটি টাকার হেরোইনসহ আটক ৪
রাজশাহী প্রতিনিধি :

 

রাজশাহী মহানগরীতে অর্ধ কোটি টাকার হেরোইনসহ চার জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। এ সময় জব্দ করা হয়েছে মাদক বহনকাজে ব্যবহৃত একটি ট্রাক।

সোমবার (৮মার্চ) দিবাগত রাত সোয়া ১টার দিকে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাশিয়াডাঙ্গা মোড়ের একটি চায়ের দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহীর গোদাগাড়ী থানার মাদারপুর গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে মোঃ মামুন আর রশিদ(২১), একই থানার দিগ্রাম ঘন্টি গ্রামের মোঃ আলতাব হোসেনের ছেলে (ট্রাক চালক), লাল মোহাম্মদ(৪৪), দিগ্রাম লাইনপাড়া গ্রামের মোঃ শরিফুল ইসলামের ছেলে (ট্রাকের হেলপার), মোঃ আরমান আলী(১৯) ও মাদারপুর গ্রামের মোঃ রেজাউলের ছেলে (মূল হোতা), মোঃ ইসাহাক আলী(৩০)।

 

এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, সোমবার দিবাগত রাত সোয়া ১টার পরে গোপন তথ্যের ভিত্তিতে বোয়ালিয়া থানাধীন দোশর মন্ডলের মোড় থেকে সংঘবদ্ধ মাদক কারবার চক্রের অন্যতম হোতা মোঃ মামুন আর রশিদ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মহানগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে অভিযান চালিয়ে একটি ট্রাক (ঞঅঞঅ রজিঃ নং-রাজ মেট্রো-ট-১১-০২৯৮) আটক করা হয়।এ সময় ট্রাকের ভেতর তল্লাশী চালিয়ে ৫০০(পাঁচশত) গ্রাম হেরোইনসহ চারজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। সেই সাথে জব্দ করা হয় মাদক বহনকাজে ব্যবহৃত ট্রাকটি।

 

অভিযানটি পরিচালনা করেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, (ডিবি) মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নের্তৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবাল, এসআই মোহাঃ আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্স।

 

জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারীরা জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারী চক্র। দির্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে হেরোইনের রাজধানী খ্যাত গোদাগাড়ী থেকে হোরোইন সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। এ ব্যপারে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।

শেয়ার