রাজশাহীতে “অভিন্ন পারিবারিক আইন চালু কর,নারীর প্রতি সহিংসতা বন্ধ কর” ব্যানারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করল বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম, রাজশাহী জেলা শাখা।
গতকাল মঙ্গলবার (৮ মার্চ) রাতে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সম্মানিত সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু। সভাপতিত্ব করেন বাংলাদেশ উদ্যোক্তা ফোরামের রাজশাহী জেলা শাখার সভাপতি শারমিন সুলতানা। আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের লক্ষে কেক কেটে সকলকে মিষ্টি মুখ করানো হয়।
অনুষ্ঠানে ৫ জন মহিয়সী নারীকে সম্মননা প্রদান করা হয় সমাজে যাদের অবদান অপরিসীম। যারা নারী হিসেবে সমাজে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন নানা প্রতিকুলতার মদ্ধ দিয়ে। যারা অন্য নারীদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাঁদের মদ্ধে একজন যিনি বর্তমানে বেঁচে নেই, তিনি হলেন ভাষা সৈনিক মানোয়ারা রহমান। তাঁর পক্ষে সম্মাননা গ্রহন করেন তার সুজোগ্য জেষ্ঠ্য পুত্র রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান। অন্যান্যদের মাঝে সম্মাননা গ্রহন করেন রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি রোজিটি নাজনীন, ওয়েব এর সভাপতি আঞ্জুমান আরা পারভিন লিপি, আনন্দধারা’র ফাউন্ডার ওয়াহিদা খানম লিপি ও পাট বাজার এর স্বত্বাধিকারী উম্মে হাজ সিদ্দিকা।
সম্মাননা প্রদান শেষে সকল সম্মাননা গ্রহনকারীদের কাছ থেকে তাঁদের অনুভূতি ও অভিজ্ঞাতার কথা শেয়ার করার অনুরোধ জানানো হয়। তাদের প্রত্যেকেই নিজ নিজ অবস্থানের অভিজ্ঞাতর কথা ব্যক্ত করেন এবং আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ সভাপতি জনাব সুলতান মাহমুদ সুমন, রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি জনাব সাইদুর রহমান, সমাজসেবক ও মানবাধিকার কর্মী জনাব সালাউদ্দিন মিন্টু ও বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম, রাজশাহী জেলা শাখার উপদেষ্টা জনাব জামিলা আফসারী প্রীতি।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী প্রোকৌ. মোঃ আরিফুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন সগঠনটির বিভাগীয় আহব্বায়ক কমিটির সহ-সভাপতি ফাতেমা আক্তার। পরিশেষ সভাপতি শারমিন সুলতানা তার বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন, ফাহমিদা, কাওসার, তুষার, ঐশী সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।