চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে ডুবে জান্নাতুন নিছা (২) ও মীম (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে ফটিকছড়ি উপজেলার লেলাং ২ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খেলতে গিয়ে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় দুই চাচাতো বোন। পরে একজনের মা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রফিক বলেন, দুই শিশু মারা যাওয়ার খবর শুনেছি। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী জানান, দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত হয়। পরিবার জানিয়েছে, পুকুরে ডুবে গিয়েছিল তারা।
অপরদিকে, ফটিকছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় দুলামিয়া (৯৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৯ মার্চ) উপজেলার নাজিরহাট পৌরসভার পশ্চিম সুয়াবিল লালমাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বৈদ্যরহাট বাজারের মৃত ইব্রাহিমের পুত্র।
জানা যায়, উপজেলার নাজিরহাট পৌরসভার পশ্চিম সুয়াবিল লালমাটিয়া সড়কে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ দুলামিয়া। এ সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ জয়নাল আবেদীন।