লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও ব্যবসায়ীর জমি দখল করে বসত ঘর নির্মাণের অভিযোগ উঠেছে দুই সহোদরের বিরুদ্ধে। শনিবার ৫ মার্চ) উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের খাগুড়িয়া গ্রামের ইসলাম বক্স পণ্ডিত বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ১০ থেকে ১৫ জন ক্যাডারের সহায়তায় ব্যাবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ৮৮ শতাংশ জমি দখল করে তারা। এসময় পাহারাদারকে মারধর করে এবং গাছ পালা কেটে লুট করে তারা। অভিযুক্তরা হলেন, সেনাবাহিনীর সদস্য মিজান ও তার ভাই প্রবাসী আলমগীর হোসেন।
এ ঘটনায় প্রতিকার চেয়ে গত ৭ মার্চ সোমবার জমির মালিক ইমাম উদ্দিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট আদালতে পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন। যাহার মামলা নং ৩২০/২২ ইং। আসামিরা হলেন, আলমগীর হোসেন, জহিরুল ইসলাম, সেনাবাহিনীর সদস্য মিজান, নাছিমা আক্তার এবং কহিনুর আক্তার।
বুধবার মামলার বাদী ইমাম উদ্দিন জানিয়েছেন, ২১৫ নং খাগুড়িয়া মৌজার জেলা জরিপের ৩৯নং খতিয়ানে ৯১নং ভূমির মালিক এলাহি বক্স দখলদার। ১৯৩৫ ইং সনের ১৩০৫ নং কর মোকদ্দমায়, ১৯৩৬ ইং সনের ৫৫ নং করডিগ্রি জারি নিলাম, বয়নামা প্রাপ্ত আব্দুল মজিদ গং ৩০ (নভেম্বর ১৯৩৮ ইং) বশির উল্যা গং ২৪৯২ ইং কবুলিয়ত মূলে ৯১ ডিং ভুমি বন্দোবস্ত প্রাপ্ত হয়। উক্ত ভূমি খাজনা পরিশোধ না করায় ১৯৫৬ ইং সনের ৬০৩ নং কর মোকদ্দমা ডিগ্রি হয়।
১৯৬১ সনের ৩০০ নং কর ডিগ্রিজারি মূলে সোলতান আহম্মেদ, আমিন উল্ল্যা, অলি উল্ল্যা,নেছার আহম্মেদ ৩৯ নং খতিয়নে ৯১ শতাংশ নিলাম খরিদকৃত মালিক। উক্ত নিলাম ১৭ ই জুলাই ৬৩ সালের পযর্ন্ত রহিত থাকে। নিলাম খরিদদার গং ওয়ারিশ আবুল কাশেম ২০১৩ সালে ৬৭১ নং জমাখারিজ খতিয়ান খোলেন তার নামের উপর। উক্ত সম্পক্তি ভোগ দখল অবস্থায় ২ ফেব্রুয়ারী ২০১৫ সালে ৮৮ শতাংশ ভূমি ইমাম উদ্দিনের নিকট সাব কবলা মূলে জমি হস্তান্তরিত করেন। তখন থেকে ইমাম উদ্দিন বাড়ি ঘর নির্মাণ করে কেয়ারটেকার দিয়ে ভোগ দখল করে আসছে।
কেয়ারটেকার আব্দুল গফুর ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে আসামিরা ১০-১৫ জনকে নিয়ে জমির মালিক ইমাম উদ্দিনের বাড়িতে অবৈধভাবে প্রবেশ করেন। পরে ইমাম উদ্দিনের পুরাতন ঘরবাড়ি ভাংচুর করে আমাকে পিটিয়ে রক্তাক্ত করে দখলকৃত বাড়ি থেকে বের করে দেয়। এরপর তারা অবৈধপন্থায় ইমাম উদ্দিনের ৮৮ শতাংশ জমি দখল করে সেখানে সাইড ওয়াল নিমার্ণ করে ঘর তোলেন। তবে অভিযুক্ত আলমগীর ও মিজানুর রহমান জানায়, ক্রয়সূত্রে ওই জমির মালিক তারা। তাদের সম্পত্তিতে তারাই ঘর বাড়ি নির্মাণ করছেন।
বুধবার এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ওসি মোসলে উদ্দিন বলেন, বিরোধকৃত জমি নিয়ে আদালতে নিষেধাজ্ঞা চলছিল। গত ৫ মার্চ আদালত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। স্থিতি বজায় রাখার জন্য ফের ৭ মার্চ ২০২২ ইং আরোও একটি মিছ মামলা নোটিশ পেয়েছি, যাহার মামলা নং ৩২০। ঘটনার স্থানে পুলিশ প্রেরণ করেছি।