Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

কলাপাড়ায় ১০ জেলে পেলো বকনা বাছুর

০৯ মার্চ, ২০২২ ৩:২৬ অপরাহ্ণ
কলাপাড়ায় ১০ জেলে পেলো বকনা বাছুর
কলাপাড়া প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ১০জন জেলের মাঝে বিতরণ করা হয়েছে বকনা বাছুর। এছাড়া বজ্রপাতে নিহত এক জেলের স্ত্রীর হাতে তুলে দেয়া হয়েছে ৫০ হাজার টাকার চেক।

গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা মৎস্য ভবনের সামনে আনুষ্ঠানিভাবে ওইসব জেলে ও নিহত জেলে পরিবারের হাতে এসব সহায়তা প্রাদান করা হয়। এসময় সরকারি বে-সরকারি র্কমর্কতাসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে বিষেশ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্ল্যাহ্, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, ভাইস চয়োরম্যান শফিকুল আলম বাবুল।

এছাড়া অন্যান্যদের মধ্যে বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.হুমায়ুন কবির, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির, বাংলাদেশে ক্ষুদ্র মৎস্য জীবি জেলে সমিতির কলাপাড়া উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলানা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।

উল্লেখ্য ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে সুফল ভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকর বকনা বাছুর বিতরন করা হয়েছে।

এছাড়া নিহত জেলে পরিবার বা স্থায়ীভাবে অক্ষম জেলেদের আর্থিক সহায়তা প্রদান নিতিমালা ২০১৯ মেতাবেক বজ্রপাতে নিহত এক জেলে পরিবারের ৫০ হাজার টাকার চেক দেয়া হয়েছে।

শেয়ার