Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

নেত্রকোণায় আ’লীগের কর্মী সমাবেশ

০৯ মার্চ, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ
নেত্রকোণায় আ’লীগের কর্মী সমাবেশ
নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণা জেলার পুর্বধলা উপজেলার ৯ নং খলিশাউড় ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় ইচুলিয়া হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গনে বিশাল কর্মী সামাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি নুরুল হকের সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নেত্রকোণা -৫ (পুর্বধলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পানি সম্পদ মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত সচিব মন্টু কুমার বিশ্বাস, পুর্বধলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, জেলা আওয়ামীলীগের সদস্য এ টি এম ফয়জুর সিরাজ জুয়েল, যুগ্ন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক হাসিমা আক্তার বিরহী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, সহ- দপ্তর সম্পাদক এখলাছ উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হোসনে আরা লুৎফা, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন খান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান পাঠান শওকত, খলিশাউড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমল কৃষ্ণ সরকার, খলিশাউড় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাদিরুজ্জামান স্বপন প্রমুখ।

কর্মী সমাবেশে প্রধান অতিথি ওয়ারেসাত হোসেন বেলাল এম পি আগামি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে দলকে তৃনমুল পর্যায়ে আরও বেশি সু সংগঠিত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানান।

এর আগে সংসদ সদস্য আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক ফাজিলপুর শিমুলকান্দি রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন।

শেয়ার