চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর-জগন্নাথপুর সড়কের মাঝে এই বিপজ্জনক একটি ব্রিজ। এ সড়ক দিয়ে কাকৈরতলা জনতা কলেজ,জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়, কাকৈরতলা আলীম মাদ্রাসাসহ কয়েকটি প্রাইমারি স্কুলসহ প্রায় ২হাজার শিক্ষার্থীদের চলাচলের পথ।
এ সড়ক দিয়ে জগন্নাথপুর, কাকৈরতলা, হরিপুর ও গন্ধর্ব্যপুর গ্রামের শত শত মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু এ ব্রিজটির মাঝখানে ভেঙ্গে পড়ে ভয়ঙ্কর গর্তে পরিনত হয়েছে। ভাঙ্গা এ অংশে কাঁটা পেলে অবোরুদ্ধ করে রাখা হয়েছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
জনসাধারনের চলাচলে ব্রিজটি সংস্কার জরুরী। স্থানীয় বাসিন্দা আলম মিয়া জানান, দীর্ঘদিন থেকে ব্রিজটি এভাবেই বিপজ্জনক হয়ে আছে। স্কুল শিক্ষার্থী পাথান মজুমদার জানান, আমরা স্কুলে যাওয়া আসা করতে প্রতিনিয়ত সমস্যা পড়তে হচ্ছে।
প্রতিদিনেই ভাঙ্গা ব্রিজটিতে পড়ে গিয়ে শিক্ষার্থীরা আহত হয়। তাই ব্রিজটি জরুরি ভাবে সংস্কারের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজী নরুর রহমান বেলাল জানান, আমি দ্বায়িত্ব নেয়ার পর কয়েকবার ব্রিজটির বিষয়ে কথা এসেছে। ব্রিজটি সংস্কার জরুরী। তাই আমি ব্রিজটি সংস্কারের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যথাযথ ব্যাবস্থা নিব।