পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের গোলাবাড়ি এলাকার একটি গম ক্ষেত থেকে করিমা বেগম (৩২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে ওই নারীর মরদেহ উদ্ধার করে পঞ্চগড় সদর থানা পুলিশ। করিমা একজন স্বামী পরিত্যাক্তা মহিলা এবং অমরখানা এলাকার সলেমান আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর করিমা বাবার বাড়ি অমরখানা এলাকায় থাকতেন। প্রতিদিন বাংলাবান্ধায় পাথর শ্রমিক হিসেবে কাজ করতেন এই নারী। প্রতিদিন সন্ধ্যার মধ্যে বাড়ি ফিরলেও মঙ্গলবার গভীর রাতেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার খোঁজ করতে শুরু করে। বুধবার সকালে গোলাবাড়ি এলাকার এক নারী গম ক্ষেতে ওই নারীর অর্ধনগ্ন লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়।
স্থানীয়রা জনপ্রতিনিধি ও পুলিশকে খরব দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সূরতহাল শেষে ময়নাতদন্তে প্রেরণ করে। ঘটনাস্থল তদন্তে কাজ করছে পুলিশ বু্যৃরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা ও পুলিশ।
এক নারী শ্রমিকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান, পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে রয়েছেন। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।