চট্টগ্রাম বন্দর থেকে আমদানি পণ্য যথাসময়ে খালাস না করলে চারগুণ বাড়তি মাশুল আদায় করার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। যা আগামী ১৫ মার্চ থেকে বাস্তবায়ন হবে বলে জানা গেছে। মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, রমজানকে ঘিরে এফসিএল (এক মালিকের আমদানি পণ্য) পণ্যের আমদানি বেড়ে যায়। প্রতিবছরই রোজার আগে এমন পরিস্থিতি তৈরি হয়। ইতোমধ্যে বন্দরের বিভিন্ন ইয়ার্ডে আমদানি পণ্য বেড়ে গেছে। তাই আসন্ন রমজানে বন্দরে কনটেইনার জট কমাতে ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, বন্দরে এফসিএল পণ্যের আমদানি বেড়েছে। আমরা পণ্যগুলো অতি দ্রুত সময়ের মধ্যে খালাসের তাগিদও দিয়েছি। কিন্তু আমদানি পণ্যে জট বাড়ায় চারগুণ বাড়তি মাশুল আদায় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা আগামী ১৫ মার্চ থেকে কার্যকর করা হবে। এর আগে ব্যবসায়ীরা পণ্যগুলো খালাস করলে আমরাও পরবর্তীতে বিষয়টি পুনর্বিবেচনা করব।
এর আগে ২ মার্চ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দরের স্বাভাবিক অপারেশনাল কার্যক্রম অবিঘ্নিত রেখে দেশের সকল আমদানি-রপ্তানিকারকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে অনতিবিলম্বে বন্দরে রাখা আমদানি করা এফসিএল কন্টেইনারগুলো বন্দর থেকে দ্রুত ডেলিভারি নেওয়ার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে।
এতে আরও বলা হয়, অন্যথায় আমদানিকারক কর্তৃক অখালাসকৃত বন্দরে এফসিএল কন্টেইনারের ক্ষেত্রে রেগুলেশন্স ফর ওয়ার্কিং অব চিটাগং পোর্ট (কার্গো অ্যান্ড কন্টেইনার) ২০০১ এর ১৬০ ধারার আলোকে কমন ল্যান্ডিং ডেটের পর ২১তম দিন থেকে প্রযোজ্য স্লাবের স্বাভাবিক ভাড়ার ওপর ৪ গুণ হারে ষ্টোর রেন্ট আরোপে কর্তৃপক্ষ বাধ্য হবে। পরিস্থিতির উন্নতি না হলে তা আগামী ১৫ মার্চ থেকে কার্যকর হবে।