Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

গোয়ালন্দ থেকে ৭টি মোবাইলসহ ছিনতাইকারী আটক

০৯ মার্চ, ২০২২ ৪:১১ অপরাহ্ণ
গোয়ালন্দ থেকে ৭টি মোবাইলসহ ছিনতাইকারী আটক
মিঠুন গোস্বামী, রাজবাড়ী :

রাজবাড়ীর গোয়ালন্দ এলাকা থেকে সাতটি চোরাই মোবাইল সহ রায়হান শেখ (২৬) নামের এক ছিনতাইকারি কে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

বুধবার (৯ মার্চ ) দুপুর ১.১০ মিনিট তাকে গোয়ালন্দ ঘাট থানা এলাকার চর ধোপাখালী থেকে আটক করা হয়।

আটককৃত রায়হান শেখ গোয়ালন্দ ঘাট থানা এলাকার চর ধোপাখালী গ্রামের আব্দুল মান্নান শেখ (মানু) এর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানা এলাকার নবু ওছিমুদ্দিন পাড়াস্থ জনৈক হোসেন সরদার এর বাড়ীর সামনে মুকবুলের দোকান টু জজপাড়া গামী পাকা রাস্তার উপর থেকে আসামী রায়হান শেখ কে গ্রেফতার করা হয়।

এসময় ছিনতাই কারী রায়হান শেখ এর কাছ থেকে একটি SAMSUNG Galaxy M31 মোবাইল ফোন সেট, একটি NOKIA-201 মোবাইল ফোন সেট একটি SAMSUNG DUOS মোবাইল ফোন সেট একটি VIVO Y12S মোবাইল ফোন সেট একটি SYMPHONY মোবাইল ফোন সেট একটি NOKIA মোবাইল ফোন সেট একটি MYCELL S2 মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য সর্বমোট ৩৮ হাজার টাকা।এছাড়াও তার কাছ থেকে একটি EAGLE লেখা পুরাতন স্কুল ব্যাগ জব্দ করা হয়।

আসামির স্বীকারোক্তিতে জানা যায়, তিনি একজন পেশাদার ছিনতাই কারী । তিনি দীর্ঘদিন থেকে এলাকায় মোবাইল ফোন ছিনতাই করে এবং বিক্রয় করেন।

আটককৃত আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দ থানায় মামলা হয়েছে (মামলা নং-১১)৷ পরে ধারা-৪১১ পেনাল কোড রুজু করা করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার