মীরসরাইয়ে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। বুধবার (৯মার্চ) সকালে উপজেলার খাদ্য গুদাম প্রাঙ্গণে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, মীরসরাই সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ, ১নং ইউনিয়নের চেয়ারম্যান এনায়াত হোসেন নয়ন ও ৩নং ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, উপজেলা ফিল্ড সহকারি মনিরুল ইসলাম, উপজেলা খাদ্য গুদামের ভার-প্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দিনসহ প্রমুখ।
এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বলেন, জেলেদের নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত মৎস্য অধিদপ্তর থেকে ইলিশ আহরণ, বিক্রি, মজুদ ও পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এই কারণে কোন জেলেকে যেন না খেয়ে থাকতে হয়, এ সময় জেলে পরিবারগুলোকে যেন মানবেতর জীবনযাপন করে থাকতে না হএসব বিবেচনা করে নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে সরকার।
এরই প্রেক্ষিতে এই সময় মীরসরাই উপজেলার নিবন্ধিত ৬২০টি পরিবার। প্রতিটি জেলে পরিবারের মাঝে জনপ্রতি ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়।