Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

মীরসরাইয়ে জেলেদের মাঝে চাল বিতরণ

০৯ মার্চ, ২০২২ ৪:১৯ অপরাহ্ণ
মীরসরাইয়ে জেলেদের মাঝে চাল বিতরণ
কমল পাটোয়ার, মীরসরাই (চট্টগ্রাম) :

মীরসরাইয়ে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। বুধবার (৯মার্চ) সকালে উপজেলার খাদ্য গুদাম প্রাঙ্গণে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, মীরসরাই সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাসিম আল মাহমুদ, ১নং ইউনিয়নের চেয়ারম্যান এনায়াত হোসেন নয়ন ও ৩নং ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, উপজেলা ফিল্ড সহকারি মনিরুল ইসলাম, উপজেলা খাদ্য গুদামের ভার-প্রাপ্ত কর্মকর্তা জহির উদ্দিনসহ প্রমুখ।

এ ব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ বলেন, জেলেদের নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত মৎস্য অধিদপ্তর থেকে ইলিশ আহরণ, বিক্রি, মজুদ ও পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

এই কারণে কোন জেলেকে যেন না খেয়ে থাকতে হয়, এ সময় জেলে পরিবারগুলোকে যেন মানবেতর জীবনযাপন করে থাকতে না হএসব বিবেচনা করে নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে সরকার।

এরই প্রেক্ষিতে এই সময় মীরসরাই উপজেলার নিবন্ধিত ৬২০টি পরিবার। প্রতিটি জেলে পরিবারের মাঝে জনপ্রতি ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়।

শেয়ার