ভোলার চরফ্যাশনে গৃহবধূ শাশ্বতী রায় চৈতি’র অস্বাভাবিক মৃত্যু ও সুষ্ঠু তদন্তের দাবীতে মানববন্ধন করা হয়েছে। বুধবার (৯ মার্চ) সকালে চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও টিবি স্কুলের আয়োজনে ফ্যাশন স্কয়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় নিহত গৃহবধূর চৈতির বাবা, মা ও ছাত্র, ছাত্রী এবং অভিভাবকরা, এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেন।
এ সময় বক্তরা বলেন, শাশ্বতী রায় চৈতি বর্তমানে একটি কলেজে অধ্যায়নরত। তার উপরে যে পাশবিকতা চালিয়ে হত্যা করা হয়েছে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের কেউ যেন আর নির্মমতার শিকার না হয় সে জন্য এখনি রুখে দাড়ানোর সময়। এই হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের শাস্তি নিশ্চিতের দাবী জানান
তারা। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও মানববন্ধন করা হয়েছে।