পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালে জেনারেল হাসপাতাল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ মার্চ) হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও সমিতির সভাপতি মজাহারুল হক প্রধান।
এ সময় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. রফিকুল হাসান, মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান, পঞ্চগড় পৌর মেয়র জাকিয়া খাতুন, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলী, পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মিন্টুসহ হাসপাতালটির চিকিৎসক, ডায়াবেটিক সমিতির সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেনারেল হাসপাতাল কার্যক্রমে জরুরী সেবা দিতে ১০ শয্যা বিশিষ্ট বিশেষ ওয়ার্ড চালু করা হয়েছে। সেই সাথে ৩ টি ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর ১ টি, ভিডিও এন্ডজকপি মেশিন ১ টি, কার্ডিয়ার মনিটর ৮ টি, লাইফ সাপোর্ট ও আইসিইউ ইউনিট যুক্ত হয়েছে হাসপাতালটিতে। খুব শিগগিরই হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীতকরণসহ আধুনিক রোগ নির্ণয়ের সব ধরণের সুযোগ সুবিধা সংযুক্ত করার আশ্বাস পঞ্চগড় ডায়াবেটিক সমিতির।
অনুষ্ঠানে পঞ্চগড় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক উপজেলা পরিষদের পক্ষ থেকে ডায়াবেটিক সমিতিকে ২ লাখ টাকা অর্থ বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি দেন।