Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

বিশেষ অভিযানে ডাকাত দলের ২ সদস্য আটক

০৯ মার্চ, ২০২২ ৪:৪১ অপরাহ্ণ
বিশেষ অভিযানে ডাকাত দলের ২ সদস্য আটক
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

পুলিশের বিশেষ অভিযানে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক ডাকাত দলের দুই সদস্যকে আটক করেছে থানা পুলিশের একটি চৌকস দল।

জানা গেছে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে অনিক ড্রাগ হাউসের মালিক অনিল পালের ছেলে অনিক পাল তার দোকান বন্ধ করে নিজ বাসায় ফিরছিল। এমন সময় তার বাড়ীর নিকট পৌছলে একদল ডাকাত তার পথ রোধ করে হাসুয়া দিয়ে অনিকের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে, এসময় অনিকের চিৎকারে লোকজন বেরিয়ে এলে ডাকাত দলের সদস্যরা তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। লোকজন অনিককে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসে এবং বিষয়টি সাপাহার থানা পুলিশকে অবহিত করেন।

সংবাদ পেয়ে ওসি তারেকুর রহমান ও তদন্ত ওসি আল মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপনে এক বিশেষ অভিযানে নামেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ডাকত দলের সদস্যরা উপজেলার উচাডাঙ্গা গ্রাম হতে একটি গরু ও একটি বাইসাইকেল নিয়ে ডাকাত দলের নিজস্ব ভুটভুটিতে উঠিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের টহলরত পিক-আপ ভ্যান দিয়ে তাদের ভুটভুটির পথ রোধ করলে ভুটভুটি পুলিশের পিক-আপের সাথে ধাক্কা লাগে এবং চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে ভুটভুটিটি রাস্তার ধারে উল্টে যায়। এর পর ভুটভুটিতে থাকা ডাকাত দলের সদস্যরা দিক বিদিক ছুটে পালাতে চেষ্ট করলে পুলিশ তাদের পিছু ধাওয়া করে। এসময় ভুটভুটির আঘাতে আহত ডাকাত পলাশকে ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ১টি হাসুয়া ১টি শাবল ও ১টি সুচালু লোহার রড সহ তাকে আটক করে এবং পায়ে চোট পেয়ে অপর কুখ্যাত ডাকাত আলম দৌড়ে গিয়ে তাজপুর গ্রামের একটি পুকুরে ঝাপ দেয়।

এসময় পুলিশের দলটি পানি হতে তাকে তুলতে ব্যর্থ হলে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দে তাজপুর গ্রামের সাধারণ লোকজন ও পুলিশ সদস্যরা সারা পুকুরটিকে ঘিরে ফেলে ডাকাত আলমকে পুলিশের দুইজন কনষ্টবল পুকুরে নেমে আলমকে ধরে উপরে তোলেন। আটককৃত ডাকাত সদস্যরা হলেন সাপাহার উপজেলার ধবলডাঙ্গা গ্রামের মৃত নুরমোহাম্মাদের ছেলে কুখ্যাত ডাকাত আলম (৪৫) ও চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মশরীভোজা গ্রামের বোধন মন্ডলের ছেলে পালাশ (৪০) বলে জানা গেছে।

এবিষয়ে সাপাহার থানায় মামলা দায়েরর প্রস্ততি চলছে বলে অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান জানিয়েছেন। আহত দুই ডাকাত সদস্যকে চিকিৎসার জন্য পুলিশের হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার