সুনামগঞ্জের শাল্লায় হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে অক্ষত বাঁধে ২৩লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলার ছায়ার হাওর উপ-প্রকল্পের আওতায় ওই ৮৯নং পিআইসির ৯৯০মি. বাঁধে রয়েছে স্থানীয় বাসিন্দাদের নানা অভিযোগ।
৯মার্চ (বুধবার) সরেজমিনে ৮৯নং পিআইসির বাঁধে দেখা যায়, বাঁধের গোড়া থেকে অল্প মাটি নিয়ে মেরামত করা হচ্ছে বাঁধ। ওই বাঁধে করা হয়নি সঠিকভাবে কম্পেকশন, ঠিক নেই প্রোফাইল, স্লোব, অনেক জায়গায় লাগানো হয়নি দুর্বাঘাসও। বাকি রয়েছে মাটির কাজও। এবিষয়ে বাহাড়া ইউপির মোহন খল্লি গ্রামের বীর মুক্তিযোদ্ধা রণিল চন্দ্র দাস বলেন ওই বাঁধে ২-৩ আঙুল মাটি ফালাইছে আর কোনো কোনো জায়গায় পুরনো বাঁধের মাটি কেটে নিচু কইরা সমান করছে।
বাঁধের গোড়া থেকে মাটি কেটে বাঁধে দিছে। সদস্য সচিব রূপক চন্দ্র তালুকদার কইছে আমরা ১লাখ ৩০হাজার টাকা দিয়া পিআইসি আনছি। এতেই বোঝা যায় এখানে বাঁধের নামে লুটপাট চলছে। একই গ্রামের সুখেশ দাস বলেন আগের বাঁধরে কাইট্টা হমান কইরালাইছে, যাতে মাইনসে কইত বান্দে মাডি ফালাইছে। বান্দের মাডি ওই বান্দে ফালাইছে। যোগেশ দাস বলেন বাঁধে ১ফুট মাটিও ফালাইছে না। একটা কোদাল থাকলে দেখাই দিতাম কতখান মাটি কাটছে। এমন বাঁধের চেয়ে আগের বাঁধই ভালো ছিলো।
এবিষয়ে ৮৯নং পিআইসির সদস্য সচিব রূপক চন্দ্র তালুকদার মুঠোফোনে বলেন বাঁধ একধরণের কমপ্লিটই। আমরা মেঘের আশায় বইয়া রইছি। মেঘডা অইলে ড্রেসিং করমু। ত্রুটিমুঠি যেমন তেমনই হোক আপনার সঙ্গে ১ঘণ্টা পরে আলাপ করলেই তো চলে। এরপূর্বে তিনি বলেছিলেন পিআইসি আনতে ১লাখ ২০ হাজার টাকা এসওকে দিয়েছেন।
এব্যাপারে পাউবো’র শাল্লা শাখার এসও আব্দুল কাইয়ুম বলেন হাইট কিছু হয়তো কম হইছে। হে আমারে চিনেনি, হে তো আমারে চিনেই না মনে হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকার্তা মো: আবু তালেব বিষয়টি দেখবেন বলে জানান তিনি। উল্লেখ্য, ২০২১-২০২২ অর্থ বছরে উপজেলায় ফসলরক্ষা বাঁধ মেরামতে ১৩৮টি পিআইসি গঠন করা হয়েছে। ৮৭কিঃমিঃ বাঁধের ভাঙাবন্ধকরণ ও মেরামতে প্রাক্কলন ব্যয় ধরা ২৪কোটি টাকা।