Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

মাগুরায় রাজু হত্যা মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার

০৯ মার্চ, ২০২২ ৫:০৩ অপরাহ্ণ
মাগুরায় রাজু হত্যা মামলায় চেয়ারম্যান গ্রেপ্তার
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার শ্রীপুরে কলেজছাত্র রাজু হত্যাকাণ্ডের ঘটনায় শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মসিয়ার রহমানকে পুলিশ আজ গ্রেপ্তার করেছে।

নিহত রাজুর বাবা আকতার শেখ মঙ্গলবার রাতে ৩৪ জনকে আসামী করে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আওয়ামী লীগ নেতা মসিয়ার রহমান ওই মামলার অন্যতম আসামি বলে পুলিশ জানিয়েছে।

গত কয়েকদিন ধরে শ্রীপুর উপজেলার তখলপুর গ্রামে স্থানীয় হাতেম আলি দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন নিয়ে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ইউপি সদস্য অ্যাডভোকেট মকবুল হোসেন এবং উপজেলা আওয়ামী স্বেচছাসেবক লীগের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য কাজী আবদুর রউফের মধ্যে বিরোধ চলছিল। যার ধারাবাহিকতায় সোমবার রাতে কাজী আবদুর রউফ সমর্থকেরা তখলপুর গ্রামে বাড়ির উপর হামলা চালিয়ে ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে কলেজ ছাত্র রাজুকে। গুরুতর আহত অবস্থায় ঢাকা নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। রাজু ফরিদপুর রাজেন্দ্র কলেজের সম্মান শ্রেণির শিক্ষার্থী।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় ইউপি চেয়ারম্যান মসিয়ার রহমানের গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেছেন। এর আগে হত্যাকাণ্ডে জড়িত এজাহারভূক্ত আরো তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

শেয়ার