গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে বসত বাড়ির ১০ টি ঘর পুড়ে গেছে। মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাওনা উত্তর পাড়া গ্রামের (মাওনা সি.এন.জি পাম্পসংলগ্ন) জপ্তার পাড় এনামুল সরকারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। কিন্তু আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভাড়া বাসায় হঠাৎ সন্ধ্যা ৭ টার দিকে আগুন লাগে। তাৎক্ষণিক আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। এতে ১০ টি রুম পুড়ে ছাই হয়ে গেছে।
আশেপাশের মানুষ আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। শ্রীপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বাড়ির মালিক এনামুল সরকার জানান, একটি রুমে আগুন লাগার সাথে সাথেই পাশের রুমগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে ১০টি রুম পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় রিতা নামের এক ভাড়াটিয়া আহত হয়েছেন। শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখায়ের রায়হান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার সূত্রাপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্ত করে বিস্তারিত বলা যাবে।