টিউবওয়েলে পানি পান করার সময় পড়ে গিয়ে মরিয়ম খাতুন ওরফে ঋতু (৮) নামে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৯ মার্চ) দুপুর ২ টার দিকে মরিয়মকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরিয়ম চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের মজলিসপুর গ্রামের বর্গাচাষি হারুনের মেয়ে।মরিয়মের বাবা হারুন বলেন, তিন মেয়ের মধ্যে মরিয়ম ছিল ছোট। তার হার্টের সমস্যা ছিল। দুপুরে বাড়ির ভিতরে টিউবওয়েলে পানি পান করতে গিয়ে পড়ে যায় মরিয়ম। পরে প্রতিবেশীদের সহযোগিতায় হাসপাতালে নেয়া হলে ডাক্তার বলে আমার মেয়ে আর বেচে নেই। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহানা আহম্মেদ বলেন, পরিক্ষা-নিরিক্ষার পর মরিয়মকে মৃত ঘোষণা করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, বিষয়টি আমি জেনেছি। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।