দিনাজপুরের খানসামায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করলেন ডা.মো. হাসানুর রহমান চৌধুরী।
গত ১৯ ফেব্রুয়ারী স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এই উপজেলার স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা হিসেবে তাঁকে পদায়ন করা হয়।
বুধবার (৯মার্চ) দুপুরে তিনি উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. সাব্বির হায়দারের কাছে থেকে তাঁর দায়িত্বভার গ্রহণ করেন। এসময় উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ এবং কর্মচারীগণ নবাগত এই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য ডা. হাসানুর রহমান চৌধুরী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে পড়ালেখা শেষ করেন এবং ২৫তম বিসিএসে মেডিকেল অফিসার হিসেবে চাকরি জীবন শুরু করেন। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুর সদরে।
নবাগত উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. হাসানুর রহমান চৌধুরী বলেন, সকলের সহযোগিতা ও পরামর্শে সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করব। আশা করি পূর্বের মত স্বাস্থ্য বিভাগের সাফল্যের ধারা অব্যাহত থাকবে।