চাল, ডাল, তৈল, গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে বিক্ষোভ মিছিলে করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন।
বুধবার (৯ মার্চ) বেলা ১১ টার দিকে ভোলা জেলা বিএনপি’র কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খন্দকার আল আমিনের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ- সাংগঠনিক সম্পাদক বেল্লালউদ্দিন আহম্মেদ, ভোলা জেলা বিএনপি’র সভাপতি আলহাজ¦ গোলাম নবী আলমগীর, সাধারন সম্পাদক হারুন আর রসিদ ট্রুম্যান, যুগ্ম সাধারন সম্পাদক হুমাইন কবির সোপান, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র-সহ-সভাপতি আকবর হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক জাকির হোসেন রুবেল ও সাংগঠনিক সম্পাদক আকবর আখন প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা, সদর উপজেলা, পৌরসভা সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এছাড়া ভোলার মনপুরা উপজেলা সেচ্ছাসেবক দলের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দ্রব্যমুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে হাজীর হাট বাজারে দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মনপুরা উপজেলা সেচ্ছাসেবক দলের আহব্বায়ক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।