মাগুরায় মাশরুম এর ঔষধী গুনাগুন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষন আজ মাগুরা উপজেলা প্রশাসন ও ড্রিম মাশরুম সেন্টারের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্টিত হয়েছে।
নির্বাহী অফিসার তারিফ-উল হাসান এর সভাপতিত্বে এ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা, ডঃ হায়াত মাহমুদ, উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, যুব উন্নয়ন অফিসার ফজরুল ইসলাম, আনসার ভিডিপি অফিসার মর্জিনা খাতুনসহ উপজেলার পল্লী চিকিৎসক বৃন্দ। এ সময় অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠ করেন করেন ড্রিম মাশরুম সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক বাবুল আক্তার। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ বেতার খুলনা এর উপস্থাপক ও সংবাদ পাঠিকা সুমনা সিরাজ সুমি।