Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

চাঁদপুর পৌর এলাকায় মশা নিধন কার্যক্রম শুরু

০৯ মার্চ, ২০২২ ৮:৫২ অপরাহ্ণ
চাঁদপুর পৌর এলাকায় মশা নিধন কার্যক্রম শুরু
চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরে শীতের প্রকোপ শেষ হতে না হতেই শুরু হয়েছে মশার উপদ্রব। শুধু চাঁদপুর শহরই নয়, পুরো জেলা জুড়েই মশার উপদ্রব হঠাৎ করে বেড়ে গেছে। তবে জেলার বিভিন্ন উপজেলায় কমবেশি মশা থাকলে চাঁদপুর শহরে মশার প্রকোপ অনেকটাই বেশি। এর থেকে পরিত্রাণের চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে।

পৌরসভার মেয়রের নির্দেশে ৯ মার্চ বুধবার ৬ নং ওয়ার্ড থেকে এ কার্যক্রম শুরু করেন পৌর কাউন্সিলর মোহাম্মদ সোহেল রানা। এসময় চাঁদপুর সরকারি হাসপাতাল, চাঁদপুর মডেল থানা, জোড়পুকুর পাড়, মুখার্জি ঘাট সহ বিভিন্ন পাড়া-মহল্লায় মশার ওষুধ স্প্রে করা হয়।

এ বিষয়ে পৌর কাউন্সিলর মোহাম্মদ সোহেল রানা জানান, গত কিছুদিন ধরে চাঁদপুর পৌর এলাকায় মশার উপদ্রব বেড়েছে। এজন্য চাঁদপুর পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল ভাইয়ের নির্দেশক্রমে মশা নিধন কার্যক্রম শুরু হয়। আজকে ৬নং ওয়ার্ড থেকে মশার ঔষদ স্প্রে করা হচ্ছে। যা পর্যাক্রমে প্রতিটি ওয়ার্ডে করা হবে।

তিনি বলেন, পৌরসভা নাগরিকদের সকল প্রকার সমস্যার সমাধান এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করতে আমরা পৌর পরিষদ বদ্ধপরিকর।

এদিকে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে হঠাৎ মশার উপদ্রব বেড়ে যাওয়ায় সর্বসাধারণের মাঝে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। বৈশ্বিক করোনা মহামারি আতঙ্কের সাথে এখন ডেঙ্গুর ভয়ে আছে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে দ্রুত মশা নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করায় পৌরবাসীর মাঝে সস্থি ফিরেছে।

শেয়ার