Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

কেন্দুয়ায় রাতের আঁধারে ঘর তৈরি, উচ্ছেদে বাঁধা

০৯ মার্চ, ২০২২ ৯:১৩ অপরাহ্ণ
কেন্দুয়ায় রাতের আঁধারে  ঘর তৈরি, উচ্ছেদে বাঁধা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়া মহল্লার বাসিন্দা চয়ন মিয়া নামে এক ব্যক্তির জায়গা দখল করে রাতের আঁধারে ঘর তৈরি করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় একই এলাকার বাসিন্দা হারে মিয়ার বিরুদ্ধে স্থানীয় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন জমির মালিক চয়ন মিয়া।

তিনি বলেন, ২০২১ সালের নভেম্বর মাসে আমি একই এলাকার আবুচানের কাছ থেকে সাফকাওলামূলে ৬ শতাংশ জমি খরিদ করি। কিন্তু জমি রেজিস্ট্রি করে দেওয়ার পর সম্প্রতি আবুচানের ভাই হারেছ মিয়া রাতের আঁধারে আমার খরিদকৃত জায়গায় ঘর তৈরি করে।

তিনি আরও বলেন, আমি বিষয়টি জানার পর হারেছ মিয়াকে আমার জায়গা থেকে ঘর সরিয়ে নিতে বলি এবং ঘরটি সরিয়ে নিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়েও হারেছ মিয়া বলা হয়। কিন্তু তিনি কারো কথাই শুনেননি। এ অবস্থায় গত সোমবার (৭ মার্চ) রাতে আমরা ঘর উচ্ছেদের চেষ্টা চালালে তাতে বাঁধা দেন হারেছ মিয়াসহ তার লোকজন।

এদিকে হারেছ মিয়া তার ঘর সরিয়ে না নিয়ে উল্টো জমির মালিকসহ তার লোকজনের বিরুদ্ধে থানায় ভাংচুরের মৌখিক অভিযোগ করেছেন বলেও জানান চয়ন মিয়া।

এ বিষয়ে কথা বলতে হারেছ মিয়ার সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে হারেছ মিয়ার ছেলে সাইদুল ইসলাম জানান, ওয়ারিশান সূত্রে আমরা এ জায়গায় ঘর তৈরি করেছি। আমার চাচা আবুচান মিয়ার নামজারি (খারিজ) বাতিলের জন্য আদালতে মামলাও করেছি। কিন্তু এরই মধ্যে আমার চাচা আবুচান ৬ শতাংশ জায়গা চয়ন মিয়ার কাছে বিক্রি করে দেয়।

সাইদুল আরও বলেন, গত সোমবার (৭ মার্চ) রাতে চয়ন মিয়া ও তার লোকজন আমাদের ঘর’টি ভাংচুর করেছে। ঘটনাটি আমরা পুলিশকেও জানিয়েছি।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজের সাথে এ বিষয়ে কথা হলে তিনি জানান, মৌখিক অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার