নেত্রকোণার কেন্দুয়ায় গোয়াল ঘর থেকে রাতের গভীরে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী হাওরে ঘেরাও দিয়ে চোরাই গরুসহ নাজমুল (৩৮) নামে এক গরুচোরকে আটক করে থানায় সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকুড়া ইউনিয়নের সুন্দ্রাকান্দা গ্রামে গতকাল মঙ্গলবার (৮ মার্চ) রাত ২টার দিকে।
নাজমুল একই উপজেলার পাশ্ববর্তী মোজাফরপুর ইউনিয়নের গগডা রাজপাড়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে।
চোরাইকৃত গাভী গরুটির মালিক সুন্দ্রকান্দা গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে আনু মিয়া জানান, মঙ্গলবার গভীর রাতে আমার গোয়াল ঘরের বেড়া কেটে গাভীটি চুরি করে নিয়ে যাওয়ার সময় বাড়ির পাশের ফিশারীর লোকেরা ধাওয়া দিয়ে গ্রামবাসীর সহায়তায় রাত ২টার সময় গরুসহ চোরকে আটক করে।
পরে থানায় খবর দেওয়া হলে স্থানীয় পেমই পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুমন চন্দ্র দাস জানান, খবর পেয়ে গরুসহ গরুচোর নাজমুলকে আটক করে থানায় নিয়ে আসা হয়। নাজমুলের বিরুদ্ধে আগেরও একটি মামলা রয়েছে।
নাজমুলের বিরোদ্ধে আজ বুধবার কেন্দুয়া থানায় গরুচুরির আরো একটি মামলা দায়ের করা হয়েছে।