কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুরে নছিমন উল্টে মনা (২২) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ( ১০ মার্চ ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পোড়াদহ-মিরপুর সড়কের কামিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনা পার্শ্ববর্তী মেহেরপুর জেলার মেহেরপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের ক্যাসব পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি স্থানীয় বাজারে কাপড়ের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে মেহেরপুর থেকে নসিমন যোগে পোড়াদহ কাপড়ের হাটের উদ্দেশ্যে কাপড় কিনতে যাচ্ছিলেন মনা। পথে হঠাৎ নছিমনটি উল্টে গেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।