নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর সদর উপজেলায় আগুনে পুড়ে ছয়টি দোকান ছাই হয়ে গেছে।এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১০ মার্চ) ভোর ৪ টায় উপজেলার ইসলামগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার দিবাগত রাতে দোকান বন্ধ করে ব্যবসায়ীরা বাড়িতে যান। ভোর ৪ টার দিকে বাজারে আদর্শ ফিড নামে এক দোকানে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।
এ সময় আগুনে পাশের আদর্শ পোল্ট্রি ফিড, আনিকা স্টুডিও, ইসমাইলি স্টোর, সুবর্ণ ফার্মেসী, ইত্যাদি টেইলার্স, জননী স্টোরসহ ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মাইজদী স্টেশনের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলে।
মাইজদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের পরিদর্শক (ওয়্যার হাউজ) মো. শাহাদাত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুন লাগতে পারে।