Top
সর্বশেষ

চট্টগ্রাম ফিরলেন ইউক্রেনে আটকে পড়া ১২ নাবিক

১০ মার্চ, ২০২২ ১২:১৫ অপরাহ্ণ
চট্টগ্রাম ফিরলেন ইউক্রেনে আটকে পড়া ১২ নাবিক
চট্টগ্রাম প্রতিনিধি :

ইউক্রেন থেকে ফেরত আসা ২৮ নাবিকের মধ্যে ১২ জন ঢাকা থেকে চট্টগ্রামে ফিরেছেন। বুধবার (৯ মার্চ) রাত সাড়ে ৮টায় নভোএয়ার এয়ারলাইনসের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের উপ মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান।

এর আগে বেলা ১২টার দিকে টার্কিশ এয়ারলাইনসের বিশেষ একটি ফ্লাইটে রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে তারা দেশে ফেরেন।

বাংলার সমৃদ্ধি জাহাজের প্রধান প্রকৌশলী উমর ফারুক (৩৫), চতুর্থ ইঞ্জিনিয়ার সালমান সরোয়ার সামি (২৬), হোসাইন মোহাম্মদ রাকিব (২১) নাবিক মাসুম বিল্লাহ, রামকৃষ্ণ বিশ্বাস, মো. হানিফ, নাজমুল উদ্দিন, মো. হোসাইনসহ ১২ জন নাবিক চট্টগ্রামে এসেছেন বলে জানা গেছে।

ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান বলেন, ‘বেলা ১২টায় টার্কিস এয়ারলাইনসে করে ঢাকায় আসার পর সব নাবিকদের মেডিকেল টেস্ট করা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামের ১২ জন নাবিক বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় নভোএয়ার এয়ারলাইনসের একটি ফ্লাইটে চট্টগ্রামের উদ্দেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। তারা নিরাপদে চট্টগ্রামে পৌঁছে গেছেন।’

উল্লেখ্য, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ গত ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের ওলভিয়া বন্দরের নোঙর করার পরদিনই দেশটিতে রাশিয়ার সামরিক অভিযানে শুরু হলে সেখানে আটকে যায়। যুদ্ধের মধ্যে নাবিকেরা জাহাজেই ছিলেন। গত ২ মার্চ (বুধবার) একটি বোমা হামলায় জাহাজে থাকা থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমানের মৃত্যু হয়। এ ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন জাহাজে আটকে পড়া বাকি ২৮ নাবিক ও ক্রু। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় টাগবোটের সাহায্যে তাঁদের তীরে আনা হয়। রাখা হয় ইউক্রেনের অলভিয়া এলাকার একটি বাংকারে। সেখান থেকে শনিবার পার্শ্ববর্তী দেশের দিকে রওনা দেন তাঁরা। অবশেষে বুধবার বেলা ১২টার দিকে টার্কিশ এয়ারলাইনসের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তাঁরা।

 

শেয়ার