“মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের কর্মকর্তা কবির হোসেনের নেতৃত্বে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে দূর্যোগ সম্পর্কে ধারণা দেন দমকল বাহিনী। দূর্যোগের সময় গ্যাসের আগুন কিভাবে নিভাতে হয়। তার কয়েকটি দৃশ্য তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো.মাঈনুদ্দিন। পরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে দূর্যোগের সম্পর্কে বক্তব্য দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।