Top
সর্বশেষ
বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ ওয়ালটনের এজিএম অনুষ্ঠিত, ৩৫০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসি গঠনে সার্চ কমিটির প্রধান হচ্ছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী দাম কমাতে চালের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়ার সুপারিশ পোশাক রপ্তানি আয় কমেছে ৯ শতাংশ গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের বেতন-টিউশন ফি মওকুফ দুদক চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ অন্তর্বর্তী সরকারের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে: আসিফ নজরুল আ. লীগসহ ১১টি দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার  ‘শাটডাউন সায়েন্সল্যাব’ কর্মসূচির ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

স্কলারশিপে আমেরিকা যাচ্ছেন জুরানপুর কলেজের অধ্যাপক কামাল

১০ মার্চ, ২০২২ ৩:০৩ অপরাহ্ণ
স্কলারশিপে আমেরিকা যাচ্ছেন জুরানপুর কলেজের অধ্যাপক কামাল
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :

জুরানপুর আদর্শ ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ কামাল হোসেন আমেরিকার টেক্সাস ইউনিভার্সিটিতে পিএইচডি ইন টিচার এডুকেশন কোর্সে অধ্যয়নের সুযোগ পেয়েছেন। স্কলারশিপ নিয়ে শীঘ্রই তিনি আমেরিকা গমন করবেন এবং ১ সেপ্টেম্বর ওই ইউনিভার্সিটিতে ক্লাশ শুরু হবে।

মি. হোসেন ২০১৭ ও ২০১৮ সালে দাউদকান্দি উপজেলায় পরপর দু’বার শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার অর্জন করেন। এছাড়াও ২০১৯ সালে বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে যুক্তরাজ্যের নটিংহাম ইউনিভার্সিটির মালোয়শিয়া ক্যাম্পাস থেকে মেরিটসহ এমএইন এডুকেশন ডিগ্রী অর্জন করেন।

জানা যায়, তিনি ২০০৮ সালে জুরানপুর আদর্শ কলেজে ইংরেজী বিভাগে সহকারী প্রভাষক হিসেবে যোগদান করেন। কামাল হোসেন কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের মরহুম আলী মিয়ার ৪র্থ সন্তান। নিন্মমধ্যবিত্ত পরিবারের সন্তান কামাল ষষ্ঠ শ্রেনীতে পড়া অবস্থায় অন্যের বাড়ীতে লজিন থেকে লেখাপড়া করেন। ১৯৯৫ সালে রাজামেহার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৭ সালে রাজামেহার মনজুরুল আহসান মুন্সী আদর্শ কলেজ থেকে এইচএসসি ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ইংরেজী সাহিত্যে অর্নাস ও মাস্টার্স করেন।

কামাল হোসেন বলেন, আমি দরিদ্র পরিবার থেকে উঠে আসছি। সেটাই আমাকে সবসময় তাড়না করতো। কিছু করার আগ্রহ সে সময় থেকেই। আর আমি একজন শিক্ষক, আমি মনেকরি আমার আরো বেশি জ্ঞান অর্জন করা প্রয়োজন। সে চিন্তা থেকেও উচ্চ শিক্ষা গ্রহন করার আগ্রহ।

আমি কৃতজ্ঞত জানাই জুরানপুর কলেজের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল সুবিদ আলী ভূঁইয়া,এমপি স্যার ও কলেজ কর্তৃপক্ষের নিকট। কারন, ওনাদের উৎসাহ আমাকে সামনে যাওয়ার অনুপ্রেরণা যুগিয়েছে। যখন কোন প্রয়োজনের কথা বলেছি ওনারা সহযোগিতা করেছে। দীর্ঘ সময় আমাকে কলেজ থেকে ছুটি দিয়েছে। আমি আশাবাদী আমার শিক্ষার্থীরা আমাকে অনুসরন করে শিক্ষার প্রতি আরো বেশি মনোযোগী হবে।

শেয়ার