Top
সর্বশেষ

সামাজিক কর্মকাণ্ড ও সেচ্ছাসেবক কাজে যুবদের  জনসচেতনতামূলক প্রশিক্ষণ শুরু

১০ মার্চ, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ
সামাজিক কর্মকাণ্ড ও সেচ্ছাসেবক কাজে যুবদের  জনসচেতনতামূলক প্রশিক্ষণ শুরু
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

চাঁদপুরের হাজীগঞ্জে সামাজিক কর্মকাণ্ড ও সেচ্ছাসেবক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা প্রশিক্ষণ ও করোনায় ক্ষতিগ্রস্ত বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে ড্রাইভিং প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার সকালে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্ব ও চাঁদপুর যুব উন্নয়ন অদিধপ্তরের উপ পরিচালক নুর মোহাম্মদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন। বক্তব্যে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও করোনা পরিস্থিতিতে বেকার যুবকদের ড্রাইভিং প্রশিক্ষণেরন গুরুত্ব তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরী ও উপজেলা সেনেটারি ইন্সট্রাক্টর মো. সফিউল্লাহ।

এ সময় সময় নারী উদ্যোক্তাদের মধ্যে হাছিনা আক্তার শেলী ও শারমিন আক্তার তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।
এরপর নারী উদ্যোক্তা হাসিনা আক্তারের নিজের হাতে বানানো একটি নৌকা উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিনকে ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারকে একটি ফুলের টপ উপহার দেন।
হাসিনা আক্তারের উপহারের প্রশংসা করে সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

শেয়ার