Top
সর্বশেষ

বান্দরবানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

১০ মার্চ, ২০২২ ৩:৫৯ অপরাহ্ণ
বান্দরবানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
বান্দরবান প্রতিনিধি :

মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে সফলতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় বান্দরবানে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।

১০ মার্চ মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক চত্বর হয়ে প্রধান সড়ক হয়ে র‍্যালী বের করে পুনরায় একই স্থানে এসে সমাপ্তি হয়। পরে জেলা প্রশাসক আয়োজনে প্রশাসনের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ডা. মোঃ শেখ ছাদেক সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজি, অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলছুম, বান্দরবান ডেপুটি সিভিল সার্জন থোয়াই অংচিং মারমা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা নাজমুল আলম, আনসার সার্কেল এডজিডেন্ট মো. হেলাল উদ্দীনসহ সরকারী বেসরকারী কর্মকর্তা ও গনমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

সভায় ইয়াছমিন পারভীন তিবরীজি বলেছেন, দুর্যোগ হওয়ার আগে আমাদেরকে আগাম ব্যবস্থা নিতে হবে। যাতে আগাম প্রস্তুতি মাধ্যমে দুর্যোগের মোকাবেলা করতে পারি। তবে বর্তমান সময়ের ফেব্রুয়ারী হতে মে মাসের মধ্যখানে অগ্নিকান্ডের ঘটে। সেই অগ্নিকান্ডের বিভিন্ন দুর্গম এলাকায় ঘরবাড়ি পূড়ে যায়। সেই দিকে লক্ষ্যে করে আমরা ফায়ার সার্ভিসকে প্রস্তুত থাকাত জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সাথে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থদেরকে চাউল টিন, ইত্যাদি ঘটনা হওয়ার সাথে ত্রাণ পৌছে দিয়ে দিচ্ছি। তাই সবাইকে ঐক্যভাবে কাজ করার আহব্বান জানান।

শেয়ার