বগুড়ার ধুনট উপজেলায় ৪ বছর বয়সি এক শিশু কণ্যাকে ধান খেতের ভিতর নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ওই শিশুর মা বাদী হয়ে মঙ্গলবার রাতে ধুনট থানায় মামলা করেন। থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে মামলার এজাহার ভুক্ত আসামী কাওছার শেখকে (২২) নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
বুধবার দুপুরের পর ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলাকারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত ০২ মার্চ উপজেলার গোপালনগর ইউনিয়নরে দেউরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ০২ মার্চ দুপুরের দিকে ধর্ষণ চেষ্টার শিকার ওই শিশু তার বাক প্রতিবন্ধি মামা সুমনের সাথে বাড়ির অদূরে জমিতেশ্যালো মেশিন দিয়ে পানি সেচের জন্য যান। পানি সেচের কাজ শেষ হলে তারমামা বাড়ি চলে আসেন।বাড়ি ফেরার পর ওই শিশুর মা তার মেয়ের কথা জিজ্ঞেস করলে সুমান ইশারায় জানায় সে বলতে পারছে না। এসময় খোঁজাখুজির একপর্যায়ে ওই শিশুর মা বাড়ির পার্শ্ববর্তী জমির ভেতর থেকে চিৎকারের আওয়াজ শুনতে পান। তিনি এগিয়ে গিয়ে দেখেন কাওছার শেখ তাঁর শিশু কণ্যাকে ধর্ষণ চেষ্টা করছে।
শিশুর মায়ের উপফস্থিতি টের পেয়ে কাওছার সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এঘটনায় মঙ্গলবার রাতে ওই শিশুর মা বাদী হয়ে ধুনট থানায় নারী ও শিশু নির্যাতনদমন আইনে কাওছার শেখকে আসামী করে মামলা করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধা বালা জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে মামলায় এক আসামীকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।